Advertisement

ডাক্তার বেছে নিলেন আত্মহত্যার পথ। রোগীর চিকিৎসা করে ফিরে এসে জানতে পারলেন পুনরায় করোনা আক্রান্ত হয়েছেন



আমার ভারত ব্যুরো: রবিবার "নিউ ইয়র্ক টাইমস" এ প্রকাশিত খবর অনুযায়ী শার্লেটোসভিলের বাসিন্দা এক অভিজ্ঞ চিকৎসক দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হন।

এক নামীদামি হাসপাতালের এই চিকিৎসক প্রথমবার আক্রান্ত হওয়ার পর সেরে ওঠেন এবং কাজে যোগ দেন।
পরে ফের তিনি রিপোর্ট পেলেন যে দ্বিতীয় বারের জন্য তিনি আবার কোভিড পজিটিভ হয়েছেন।

এরপরই ওই চিকিৎসক নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। রবিবার ওই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিউইয়র্কের Presbyterian Allen Hospital এ কর্মরতা এই চিকিৎসক কোভিড-19 এর রোগীদের চিকিৎসা করতেন জানিয়েছেন মৃতা চিকিৎসকের পিতা। ওই চিকিৎসকের পিতাও পেশায় একজন চিকিৎসক।

মৃতার বাবার নাম ফিলিপ সি ব্রিন। ওনার কথায় মৃতা ওই চিকিৎসক নিজের কাজকে খুব ভালোবাসতেন, এবং নিজের কাজ মন দিয়েই করতেন। এমনকি ফিলিপ সি ব্রিন এর কথা অনুযায়ী ওনার মেয়ের কোনো মানসিক সমস্যা ছিলো না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ