Advertisement

53 বছর বয়সে ইরফান খানের মৃত্যু, শোকের ছায়া বলিউড ইন্ডাস্ট্রিতে




আমার ভারত ব্যুরো: মাত্র 53 বছর বয়সে মুম্বই এর কোকিলাবেন হসপিটালে পরলোকে গমন করলেন 2011 সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়া ট্যালেন্টড অভিনেতা ইরফান খান।

সূত্রের খবর নিউরোএন্ড্রোকাইনিন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান।

ইরফান খান এমন একজন প্রতিভাবান অভিনেতা যিনি প্রমান করেছিলেন হিরো হওয়ার জন্য নায়কের চরিত্রে অভিনয় করা বড়ো জিনিস নয়, নিজের অভিনয় দিয়ে তিনি ছোটোবড়ো সকলের মন জয় করে নিয়েছেন।

ইরফান খান যে শুধু বলিউড জগতে অভিনয় করেছেন তাই নয়, তিনি টলিউড এবং হলিউড জগতেও কাজ করেছেন।
তাঁর অভিনীত বাংলা ছবি "ডুব"।
তাঁর অভিনীত উল্ল্যেখযোগ্য ছবি - "এক ডক্টর কি মউত "
এছাড়াও তিনি "লাঞ্চ বক্স", "লাইফ অফ পাই", এমনকী "পিকু"-তেও অভিনয় করেছেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ