আমার ভারত ব্যুরো: শুক্রবার পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড WBJEE 2020 পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। তবে WBJEE ফলাফল দুপুর 2:30 PM অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।
যেসব প্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছেন তারা www.wbjee.nic.in অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন।
কিভাবে WBJEE 2020 এর ফল দেখবেন:
1. WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান wbjeeb.nic.in
2. হোম পেজে WBJEE এর রেজাল্ট এর লিংক এ ক্লিক করুন।
3. ID, PASSWORD, D.O.B দিয়ে যথাযথ ভাবে পুরন করুন।
4. SUBMIT এ ক্লিক করে নিজের রেজাল্ট দেখে নিন।
পরীক্ষার্থীরা তাদের ফল দুপুর ২:৩০ pm এ চেক করতে পারবেন।
কিভাবে দেখবেন ফলাফল:
1st Step: প্রথমে WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক টিতে ক্লিক করুন: Click In Here
2nd Step: Download Rank Card for WBJEE 2020 এর অপশন এ ক্লিক করুন।
3rd Step: Application No., Password, Security Pin enter করুন, এবং Sign In করুন।
4th Step: Download Confirmation Page Option এর নিচের দিকেই পাবেন Download Rank Card, Download Rank Card এ ক্লিক করুন এব্যগ নিজের ফলাফল দেখে নিন।
WBJEE 2020: প্রথম ১০ জন পরীক্ষার্থী আছেন CBSE বোর্ড থেকে:
২০২০ সালে পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষার শীর্ষ দশ র্যাঙ্কধারীর বেশিরভাগই সিবিএসই বোর্ডের, সপ্তম ও নবম র্যাঙ্কধারীরা আইএসসি বোর্ডের এবং অষ্টম র্যাঙ্কধারী পশ্চিমবঙ্গ বোর্ডের।
WBJEE 2020 Helpline No.:
পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEE) পরীক্ষার্থীদের জন্য নিম্নলিখিত টোল ফ্রি হেল্পলাইন সরবরাহ করেছে :
18001023781
18003450050
WBJEE 2020 : কতজন ছাত্রছাত্রী পাশ করেছেন?
WBJEE এর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 73719 ছাত্রছাত্রী পাশ করেছেন যেখানে সারা রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে সিট এর সংখ্যা 35000, অর্থাৎ দ্বিগুন এর থেকেও বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছেন।
WBJEE 2020 Result toppers:
উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস WBJEE 2020 পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন পশ্চিম বর্ধমানের শুভম ঘোষ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। শ্রীমন্তী দে তৃতীয় র্যাঙ্ক পেলেন, তিনি কলকাতার বাসিন্দা।
WBJEE 2020 Exam result Declared:
আমার ভারত নিউজ পোর্টাল (Amar Bharat) এর তরফে সকল পরীক্ষার্থীদের অভিনন্দন। যারা এই বছর পাস করতে পারেননি তারা মন খারাপ করবেন না পরের বছরের জন্য প্রস্তুতি শুরু করুন।
যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তারা সবরকম খবরাখবর যেমন জব নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং আরো অন্যান্য খবরাখবর এর জন্ন আমাদের ফেসবুক পেজে যোগ দিতে পারেন।
আমাদের ফেসবুক পেজ- Amar Bharat News
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.