Advertisement

আমার মা- সম্রাট সাঁতরা | কবিতা | ম্যাগাজিন



____আমার মা____
সম্রাট সাঁতারা

তোমার কোলে জন্ম আমার
আমার তুমি মা,
তুমি ছাড়া এ জগতে
কাউকে জানি না।
দুঃখ যখন গলার পরে
ভূমিষ্ঠ হলাম আমি,
কান্না শুনে হলে মা গো
তৃপ্ত তখন তুমি।
রক্ত কণা তুচ্ছ করে
জীবন দিলে তুমি,
তোমার কোলে জন্ম মা গো
তুমি জন্মভূমি।
পেলাম তোমার স্নেহ
পেলাম মমতা,
তুমিই আমার রক্ত কণায়
তুমিই ক্ষমতা।
তোমার দুগ্ধ পান করে মা
হয়েছি আমি বড়ো,
আমার সেবায় মগ্ন তুমি
রাত জাগতে পারো।

তোমার আঙুল ধরেই মা গো
এক পা দু পা চলি,
তাইতো কথা বলতে শিখে
আগেই 'মা' বলি।
তমা হইতে পেলাম মা গো
প্রথম শিক্ষা,
তুমিই আমার শিক্ষা গুরু
তুমিই দীক্ষা।
তোমার শাসন পেয়ে মাগো
ভয়ে ভয়ে থাকি,
কোথাও ভুল করলে তখন
পড়বে পিঠে চাটি।
শিক্ষা পেলাম, দীক্ষা পেলাম
পেলাম আদর্শ,
জীবনে তাই চলার পথে
সাহস অজস্র।

স্কুল এ যাবো, খেলতে যাব
ফিরি বাড়ি যখন,
এক ডাকেতেই পাই গো মা গো
তোমায় ডাকি যখন।
মনের কথা কে বোঝে মা
পেটে যখন খিদে,
চোখের আড়াল হলেও মাগো
নাও গো তুমি ডেকে।
রাতের বেলা ঘুম আসে না
মন যে তোমায় খোঁজে,
তোমার হাতের ছোঁয়ায় মাগো
চক্ষু যাই বুজে।
সকাল বেলায় ঘুম ভাঙে না
চক্ষু নাহি খোলে,
তোমার কাজের বিরাম নাই
সবাই তাহা বলে।

রূপকথার ওই গল্প শুনি
প্রথম তোমা হতে,
তাই তো আমার স্বপ্নঘরে
নতুন দৃশ্য ফোটে।
সব কিছুই শেখাও তুমি
রইনা কিছুই বাকি,
তাইতো সকল সুখে দুঃখে
তোমায় আগে ডাকি।
তোমায় আমি এ জীবনে
সবখানেই চাই,
তোমার কোলে জন্ম আমার
মৃত্যুও যেন পাই।
___________সমাপ্ত___________

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

If you have any doubts, please let me know.