আমার ভারত ব্যুরো : বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবার চির নিদ্রায় মগ্ন হলেন অভিনেতা ঋষি কাপুর। সূত্রের খবর বুধবার অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে মুম্বাইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে।আইসিইউ তে রাখা হয়েছিল তাকে।
ঋষি কাপুর এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাদা রণধীর কাপুর। আর এক সূত্রের খবর অনুযায়ী ৬৭ বছর বয়সে চিরনিদ্রায় মগ্ন হয়ে যাওয়া এই নং ১. অভিনেতার সাথে হাসপাতালেই ছিলেন তার স্ত্রী নীতু কাপুর এবং ছেলে রণবীর কাপুর।
আগের বছর ফেব্রুয়ারী মাসে দিল্লি দূষণ এ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তখনও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২ মাসের মধ্যেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সেবার যুদ্ধে জয়ী হতে পারলেও এবার আর জীবন যুদ্ধে জয়ে হতে পারলেন না।
২০১৮ সালের সেপ্টেম্বরে ঋষি কাপুর সস্ত্রীক আমেরিকা গেছিলেন শারীরিক অসুস্থতার কারণে, এবং প্রকাশ্যে এলো যে তিনি মারণ রোগ ক্যানসারে আক্রান্ত। তারপর উনি নিউইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হন।
সেই মারণ রোগকে জয় করে গত বছরেই স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। কিন্তু মাসখানেকের মধ্যেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বভাবতই সিনেমাজগত ছাড়াও সারা দেশ এই মহান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.