শোক লাগা ঘাস
🖋 সংলাপ 🖋
🖋 সংলাপ 🖋
সকালের স্নিগ্ধতা স্পর্শ করত ঐ কোমলে,
শিশির বিন্দুগুলো যেন চনমনে হয়ে উঠত,
ঐ কোমল ঘাসে পা রেখেই শুরু হত এক জীবন কাহিনী ।
শুরু হত নূতন এক লড়াই,বেঁচে থাকার লড়াই ।
শুরু হত পরিবারকে বাঁচিয়ে রাখার সংগ্রাম ।
ক্ষুধা,আর তৃষ্ণার সাথে লড়ায়ে সফলতা একদিন এলো।
তখন ঐ উঠানের ঘাস মাড়িয়ে চলে গেলাম বহু দূরে,
ভুলেই গেলাম সকালের শিশির ভেজা ঘাসের ঝিকিমিকি ।
ভুলে গেলাম তার প্রতিবাদ না করা আমাদের অত্যাচার।
সবই আজ ঢেকে আছে,চাপা পড়ে মনের গহীন,
অপেক্ষাই আজও মাথা উঁচুকরে দাঁড়িয়ে আছে,
আমাদের ফেরার আসার পথ চেয়ে।
শুধু একরাশ ভালোবাসা আজও বেঁচে, উঠানের শোক লাগা ঘাসে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.