Advertisement

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮, রাজ্যে মোট আক্রান্ত ৬৪৯: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক





আমার ভারত ব্যুরো
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা
 আক্রান্তের সংখ্যা মোট ৬৪৯। মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন।

কেন্দ্রের পরিসংখ্যান অনুসারেগত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে  জনের। প্রসঙ্গত২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬১১। সংক্রমণে মৃত্যু হয়েছিল ১৮ জনের।
State
Corona positive
Death
Tripura
2
0
Uttar Pradesh
1868
29
West Bengal
649
20


জানা গিয়েছেএখনও পর্যন্ত রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১০ হাজার ৮৯৩ জনের। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে আছেন  হাজার ৭৮৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২১ হাজার ২৮৮ জন। আইসোলেশনে ভর্তি রয়েছেন ২০৫ জন।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। বরং কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। কেন্দ্র  রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি  চিকিৎসকদের একাংশ। যদিও সরকারের বক্তব্যযাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছেতার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ