আমার ভারত ব্যুরো: আগামী বছর অলিম্পিক আয়োজন আদেও সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি। জাপান 2020 অলিম্পিকের প্রেসিডেন্ট বলেছেন, "পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী বছরও বাতিল হবে অলিম্পিক, ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট আরম্ভ করার কোনও প্রশ্ন নেই।
এ বছরের অলিম্পিক হওয়ার কথা ছিল 24 এ জুলাই, কিন্তু করোনার দাপটে তা স্থগিত হয়ে যায় এবং ঠিক হয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে অলিম্পিক হবে 2021 এ।
কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং প্রেসিডেন্ট যা ঘোষণা করলেন, তাতে 2021 এ অলিম্পিক হবে কিনা সন্দেহে।
প্রেসিডেন্ট এর কথায় "এই ভাইরাসকে যদি আমরা হারাতে পারি তাহলে আগামী গ্রীষ্মে অলিম্পিক হবে, নাহলে খুবই কঠিন। আমি বলছি না যে গেমস হওয়া উচিত নয়, কিন্তু পরিস্থিতি না বদলালে আমরা বাতিল করতে বাধ্য হবো।
আর 2022 পর্যন্ত গেমস পিছিয়ে রাখা সম্ভব না।
ডোনেশন
Google Pay Bar Code
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.