Advertisement

ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও ছাত্রদের বাড়ি ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক



আমার ভারত ব্যুরো: বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য একাধিবার কেন্দ্রকে চিঠি লেখে সব রাজ্যই, তারপরই শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিলো কেন্দ্র।

প্রথমে বাসে করে ফেরানোর অনুমতি দেওয়ার পর আবার ট্রেন ব্যবহারের অনুমতি দেয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমোদন পাওয়ার পরই 6 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক।

১ লা মে ১২০০ শ্রমিক নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে রওনা দিয়েছে একটি বিশেষ ট্রেন। রেলমন্ত্রক যে ৬টি স্পেশাল ট্রেন ঘোষণা করেছে সেগুলো হলো- জয়পুর থেকে পাটনা, কোটা থেকে হাতিয়া, নাশিক থেকে ভোপাল, নাশিক থেকে লখনউ, আলুভা থেকে ভুবনেশ্বর এবং লিঙ্গমপল্লি থেকে হাতিয়া।

তবে রেলমন্ত্রক ট্রেন চালানোর ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত রেখেছে। যেমন- মাঝের কোনো স্টেশন থেকে কেউ উঠতে পারবে না। যাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই তাদেরকেই নিয়ে যাওয়া হবে।
ট্রেনে ওঠার আগে যে রাজ্য থেকে শ্রমিকদের ট্রেনে তোলা হবে সেই রাজ্যকে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা,  জল ও খাবার এর ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের মাস্ক পরে থাকতে হবে।
যাত্রাপথের দূরত্ব বেশি হলে খাবার ও জলের ব্যবস্থা করবে রেলমন্ত্রক।
গন্তব্যস্থলের স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা সংশ্লিষ্ট রাজ্যকেই করতে হবে।

এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রকের এরকম পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ